Wednesday, September 15, 2021

সমুদ্র থেকে শুরু

 সমুদ্র থেকে শুরু 

...ঋষি 


আমরা কি খুঁজে পাবো বসন্ত এ বাতাসে 

ধরো, সমুদ্র যেখানে শেষ হয়ে যায় সেখানে মাটি শুরু 

আদতে তা না 

মাটি তো সমুদ্রকে ধারণ করে 

তবে কেন বলা তিনভাগ জল এক ভাগ স্থল 

শুধু চোখ দেখে বলে। 

.

সারা শহর যখন হুমড়ি খেয়ে পড়ে নিরাপদ বেলাভূমিগুলিতে 

কয়েকটা উইকেন্ডে ভিড় বাড়ে সমুদ্র শহরে 

সেই দগদগে ভালো লাগা!

আশ্চর্য পায়ে ছুঁয়ে যাওয়া জল প্রত্যেক মানুষকে আলাদা করে একা করে 

তবু ভালো লাগে তোমাকে 

সমুদ্রের গভীরে কি তবে মানুষের মনের উত্তর লুকোনো ?

.

আমরা কি খুঁজে পাবো বসন্ত এ বাতাসে 

তবু সমুদ্র, তবু বসন্তকাল, তবু রোববার, তবু মাইক হাতে চিৎকার 

ম এর থেকে মা 

ম এর থেকে মন্দির তারপর মসজিদ 

ম এর থেকে মন 

 আমি তুমি আমরা হয়তো সব্বাই যেন গেট পেরিয়ে পেরিয়ে যাচ্ছি 

একের পর এক অদ্ভুত অজানা ,

ছেনি হাতুড়ি দিয়ে কেটে মানুষের বাইরেটা তৈরী করা যায় 

কিন্তু ভিতরটা 

সমুদ্রের মতো গভীর কিছু কাব্য 

এক আস্ত বেলাভূমি -স্থলভূমিতে গিয়ে ক্লান্ত হয়ে পরে 


স্তূপাকার হয়ে থাকে মৃত মাছেদের মতো। 

জীবন 

আর সমুদ্র,

মন 

তাকে কোথায় খুঁজব?   


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...