Sunday, September 19, 2021

পিকাসোর তুলি

 


পিকাসোর তুলি 

,,,,ঋষি 

ভালোবাসা প্রথম শিক্ষা 

তাকে ভালো রাখতে আপনাকে ক্ষতবিক্ষত হতে হবে 

দেখবেন রক্তের স্বাদ একসময় জলের মতো রংহীন হয়ে যাবে। 

যারা কবিতাকে আতলামি বলে এতদিন পেটভরিয়েছে 

তাদের বলা হয় নি 

জল খেতে হবে বেশি করে ,না হলে বদ  হজম হবে যে। 

.

রাতের ঘুমে হঠাৎ চমকে ওঠা

পাবলো পিকাসোর ছবির ফ্রেমে আটকে পড়ি আমি 

আয়নার দুপাশে আমরা  

 ফ্রেমের বাইরে দূরে দিগন্তরেখায় মিশেছে সবুজ ক্ষেত

আর বিশ্বাস ,

আজ ডিকশনারিতে আগুন লেগেছে ক্ষেতে 

আমি মোটেও বিশ্বাসী নই। 

.

ভিতরে কাঁচ ভাঙছে রোজ দিনে -রাতে 

মুখোমুখি আমি আর প্রশ্রয় 

ফ্রেমটাকে আছড়ে ফেলে ভাঙবো ,আমারি ক্ষয়। 

একটা  যুদ্ধ চলছে 

যুদ্ধ চলছে পৃথিবীর ভিতর বাস করা দুই পৃথিবীতে 

জীবনের  সুড়ঙ্গ থেকে ধীর গতিতে আমরা এগিয়ে চলেছি নিজেদের অবস্থানে 

একটা  সিনেম্যাটিক শট যেন পৃথিবীর পথে। 

আমাদের  রুকস্যাকে রাখা জলের বোতল খালি পড়ে 

আমাদের বারুদের ব্যাগে খিদেগুলো ঘুমন্ত স্থবিরতা

তবু বিস্ফোরণ হচ্ছে রোজ 

আমাদের মুখ আর মৃত পাণ্ডুর চেহারা আপাতত আমাদের আয়না 

 তবু  জ্যান্ত মানুষের তৃষ্ণা লেগে আছে পিকাসোর তুলিতে। 


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...