Friday, September 10, 2021

সম্পর্ক

সম্পর্ক 
... ঋষি 
ব্যাক্তিবিশেষ  ষড়জমিনে অস্তিত্বর তো ঘুম পায় না
সে যে ঘুনপোকা তোমার পুরনো আলমারীর গায়ে, 
তুমি শুনতে পাবে সবসময় 
তবে তুমি হঠাৎ দেওয়াল ঘড়ির দিকে তাকাবে 
খুঁজে নেবে হেলান দেওয়া তোমার রাস্তা ঘেঁষা দেওয়াল 
যদি একবার!
.
আসলে সম্পর্ক মানুষের কোন জন্ম দাগ নয় 
আসলে সম্পর্ক কোন পিতৃপুরুষ থেকে প্রাপ্ত সম্পত্তি নয়
সে হলো এক অধিকার বোধ 
সে হলো খোলা আকাশের পাখি সময়ের আকাশে
শুধু অনুভুতিসিক্ত স্বপ্নঘোর 
তুমি তাকিয়ে থাকো আমার দিকে। 
.
আমি চে গুয়েভার ডাইরি খুঁড়ে পেয়েছি মানুষ 
আমি নবারুন বাবুর কবিতায় দেখেছি মানুষ 
আসলে মানুষ  একটা সম্পর্কের নাম 
তার জন্য কারণ না, হৃদয় দরকার 
আসলে মানুষ কোন লেনদেন না, নয় কোন গোপন পংক্তি
মানুষ হলো এক আগামী সম্পর্কের দাবীহীন উক্তি 
আমি অরণ্যে না, সম্পর্কে আছি। 
তুমি ঝগড়া কোরো, চুপ থেকো না কখনো 
তুমি আঁচড়ে, কামড়ে দিও, একা থেকো না
প্রতিটা সম্পর্কের মাঝে এক স্বচ্ছ কাঁচ আছে 
ঘষে দিও না
সম্পর্ক যে গভীর মুক্তির নাম।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...