Saturday, April 20, 2024

কবির প্রেমিকা

একদিন দেশলাই জ্বেলে আমার কবিতারা আগুনে পোড়াবে শহর
তখন শহরের প্রতি মানুষের মুখে চলন্তিকা,
শহরের প্রতিটা নাগরিকের বুকে তখন সিগারেটের ছ্যাকা
শহরের প্রতিটা টাইমকলে তখন তৃষ্ণা 
শহরের প্রতিটা ঘরে তখন মৃত অনুভুতিদের ডেডবডি 
বুক পুড়ে যাবে সেদিন সকলের 
কিন্তু মুখ পুড়বে না কারো
জানি সেদিন সব দোষ কবির হবে। 
.
সবাই বলে কবিরা সব প্রেমিক
সবাই দোষ দেয় কবিরা নাকি চরিত্রহীন 
সবাই বলে কবির প্রেমিকারা সকলেই কবিতা
কিন্তু কেউ কখনও প্রশ্ন করে নি কবিদের ঘর নেই কেন? 
কেউ আজ অবধি প্রশ্ন করে নি কবিরা চরিত্রহীন কেন? 
কবিরা কেন আগুন চিবিয়ে খায়? 
নিজেদের ঘর পোড়ায়,পোড়ায় নিজের শহর 
অথচ মানুষের পৃথিবীতে সর্বদা দু:খের পাশে দাঁড়ায়। 
.
জানি সকলেই কবি হওয়ার স্বপ্ন দেখে
কিন্তু স্বপ্নেও ভাবে না কবিদের কোন নিজের মানুষ নেই
কবিদের কোন সংসার নেই, সম্ভাবনা নেই।
শুধু আছে দু:খ,শুধু আছে আগুনের মুখোমুখি দাঁড়াবার সাহস 
শুধু আছে দীর্ঘশ্বাস 
আছে বিশ্বাস সময়ের বিপরীতে দাঁড়িয়ে দুনিয়া বদলাবার
 কবি হওয়ার আগে সকলের জানা দরকার
কবিরা সকলেই বাউন্ডুলে এক অসামাজিক সন্ন্যাসী। 
.
একদিন জানি আমার এই কলম,  আমার কবিতারা
একটা পোড়া শহরের মুখোমুখি দাঁড়াবে 
সেই শহরের প্রত্যেক নাগরিক শরীরে তখন ঝলসানো
পোড়া চামড়ার গন্ধ 
কিন্তু সকলেই সেদিন চলন্তিকাকে চিনবে 
চিনবে প্রত্যেক কবির কলমে লেগে থাকা রক্তের দাগ। 
জানি সেদিন এই মৃত কবির এপিটাফে সত্যি বৃষ্টি হবে
একটা নতুন শহর, হাজারো আনন্দের মুখ
হাজারো সত্যি কবিতা
আর চলন্তিকা,সেদিন একমাত্র কবির প্রেমিকা হবে। 
.
কবির প্রেমিকা
.. ঋষি

 


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...