Thursday, April 11, 2024

কর্ণপিশাচিনী

এরপর তোমার বিলিয়ে দেওয়া অভিমান 
এরপর তোমার কুয়াশায় অনবরত হারিয়ে যাওয়া 
ডিপ্রেশনের কোনো মানচিত্র ছিল না কোনোদিন 
ফসিল করে রাখার অভিযোগে মানুষ প্রাগৈতিহাসিক ,
তাই নিজেকে খুঁড়ে  চলা খনিজ 
কখনো গোত্রান্তর চায় নি। 
.
জীবন সেই অসম্পূর্ণ গানটার না শেষ হওয়া সুর 
যা শুধু তোমায় নিয়ে গাওয়া ,
আমার শব্দদের ঘেঁষে টানটান পারদ ,বিষাদের গলি 
দ্রাঘিমাংশে সকাল এলে আবার না হয় তোমায় জড়াবো আমি। 
আমি শব্দটার আর নতুন মুদ্রণ  সম্ভব নয় 
শুধু সময়ের তুমিটা আজ অনবরত আস্ট্রেটার গায়ে। 
.
এ সবের কোনো শিরোনাম দেওয়া হয় নি 
শুধু শব্দের আগে জমা হয়েছে  শক্তিবাবুর মাছেদের প্রেম,
তুমি না বললে আমি জানতে পারতাম কর্ণপিশাচিনীর কথা 
তুমি না বললে অজানা থেকে যেতো 
এতটা নিখুঁত তর্পনের ভিতরেও 
ঈশ্বর তিন বেলা  নিষিদ্ধ কাপড় বদলান তোমার অভিমানে।  
.
কর্ণপিশাচিনী
... ঋষি

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...