এরপর তোমার বিলিয়ে দেওয়া অভিমান
এরপর তোমার কুয়াশায় অনবরত হারিয়ে যাওয়া
ডিপ্রেশনের কোনো মানচিত্র ছিল না কোনোদিন
ফসিল করে রাখার অভিযোগে মানুষ প্রাগৈতিহাসিক ,
তাই নিজেকে খুঁড়ে চলা খনিজ
কখনো গোত্রান্তর চায় নি।
.
জীবন সেই অসম্পূর্ণ গানটার না শেষ হওয়া সুর
যা শুধু তোমায় নিয়ে গাওয়া ,
আমার শব্দদের ঘেঁষে টানটান পারদ ,বিষাদের গলি
দ্রাঘিমাংশে সকাল এলে আবার না হয় তোমায় জড়াবো আমি।
আমি শব্দটার আর নতুন মুদ্রণ সম্ভব নয়
শুধু সময়ের তুমিটা আজ অনবরত আস্ট্রেটার গায়ে।
.
এ সবের কোনো শিরোনাম দেওয়া হয় নি
শুধু শব্দের আগে জমা হয়েছে শক্তিবাবুর মাছেদের প্রেম,
তুমি না বললে আমি জানতে পারতাম কর্ণপিশাচিনীর কথা
তুমি না বললে অজানা থেকে যেতো
এতটা নিখুঁত তর্পনের ভিতরেও
ঈশ্বর তিন বেলা নিষিদ্ধ কাপড় বদলান তোমার অভিমানে।
.
কর্ণপিশাচিনী
... ঋষি
No comments:
Post a Comment