হঠাৎ নিজের মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না
হঠাৎ আবার ভাব হয়ে যায়,
আসলে ভালোবাসা শব্দটা ভীষন বাধ্য,বড্ড অভিমানী
গুছিয়ে রাখবো ভাবলেই ওলোটপালোট,
মনে হয় ওই বন্ধুত্বের ঘরে আমি তো ছিলাম না
তুমি ছিলে কিভাবে ? কিভাবে পারলে ?
কিভাবে ফিরলে টলমল পায়ে অন্যের হাত ধরে।
.
এভাবে জীবনটা হন্য হয়ে খোঁজার মানে কি?
ভালোবাসা কেন ক্রীতদাস হতে চায় ?
একটা ক্যালেন্ডারের পাতায় সিন্ধু সভ্যতার কুয়ো
আমি সেই কুয়োর জলে তোমার মুখ দেখি,
তোমাকে আশ্রয় খুঁজতে বারংবার সিন্ধু নদ হতে হয়
আমায় হতে হয় ইতিহাসের পাতায় স্যার জন মার্শাল
প্রত্নতাত্ত্বিক এক শব্দ।
..
জন্ম নিয়ে অনিয়ন্ত্রিত বাড়াবাড়ি
ভালোবাসা নিয়ে সময় বহির্ভুত প্রলাপ
সময় তুমি জানো না বদলানো ভালোবাসার ইচ্ছেগুলো,
আগুন জ্বালিয়ে নিজেকে পোড়ানো যায়
নিজেকে ভোলানো যায় প্রান্তিক ভাবনার অবসরে।
আসলে নিজেকে মানুষ বলে উদযাপন করতে হলে
প্রেমিক বলে উদযাপন করা হয় না,
আবার নিজেকে প্রেমিক বলে উদযাপন করলে
সময়ের ঘড়িটার ব্যাটারি ফুরিয়ে যায়।
..
ওলোট পালোট
... ঋষি
No comments:
Post a Comment