Wednesday, April 10, 2024

স্নান

একটা দিন চব্বিশঘন্টা কেটে গেলো বিছানায় শুয়ে
হে কবি, তুমি কি মানুষ হওয়ার যোগ্যতা রাখো? 
তুমি,আমি এক বৃত্তাকার পথে একসাথে
অথচ বৃত্তের বাইরে দাঁড়িয়ে সময় থেকে শিরদাঁড়া,
গরম ভাতের বদলে যন্ত্রনা চিবিয়ে খাও 
চেটে খাও এই শহরের মেহনতি মানুষের ঘাম 
তবে তো কবিতা আসবে । 
.
কবি দাঁড়াও গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে
তলপেটে দুচারটে লাথি খেয়ে উঠে দাঁড়াও 
আগুনের শিক নিজের হৃদয়ে গেঁথে
নিজেকে পবিত্র করো,
পবিত্র করো শব্দদের,রক্তে স্নান করাও ঘড়ির কাঁটা
তবে তো কবিতা আসবে... 
,..
ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...