হে কবি, তুমি কি মানুষ হওয়ার যোগ্যতা রাখো?
তুমি,আমি এক বৃত্তাকার পথে একসাথে
অথচ বৃত্তের বাইরে দাঁড়িয়ে সময় থেকে শিরদাঁড়া,
গরম ভাতের বদলে যন্ত্রনা চিবিয়ে খাও
চেটে খাও এই শহরের মেহনতি মানুষের ঘাম
তবে তো কবিতা আসবে ।
.
কবি দাঁড়াও গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে
তলপেটে দুচারটে লাথি খেয়ে উঠে দাঁড়াও
আগুনের শিক নিজের হৃদয়ে গেঁথে
নিজেকে পবিত্র করো,
পবিত্র করো শব্দদের,রক্তে স্নান করাও ঘড়ির কাঁটা
তবে তো কবিতা আসবে...
,..
ঋষি
No comments:
Post a Comment