Monday, April 22, 2024

পরকিয়ার গল্প

নিখুঁত খানিকটা মুহূর্ত 
আজ ,কাল ,পরশু কিংবা সময়ের পারাপারে মাঝামাঝি কোথাও
একলা মাঝি হাঁক দেয় 
জীবন বাবু কোথাও কি তুমি আছো ?
আর কোন যাত্রী বাকি আছে চড়তে ,চলে আসুন তাড়াতাড়ি।
আজ  আমি আম ডাল আর ভাত , কাল  তুই
কথাগুলো ভুখা মানুষের রেড কার্পেটে হাঁটার মতো 
সময়ের এমাথা থেকে ওমাথা সিসি টিভি পর্দায় ফুটে ওঠে
তোর পরিপাটি  আতর, জাফরান আর  কিছু মশলা।
.
সময়কে কতক্ষন ম্যারিনেট করতে হয় 
কোনো রেসিপি লেখা হয় নি মানুষের ভাবনায় 
লেখা হয়নি কতটা সুখ ,কতটা দুঃখ ,কতটা অনুভূতি মিশিয়ে 
তৈরী হয় সময়ের মুহূর্তগুলো ,
সূর্যাস্তের লালচে ঝোলে
তোর ঠোঁটের একপাশে লেগে থাকা কালোজিরে
বড্ড বুক কামড়ায়  ।
.
নিখুঁত খানিকটা মুহূর্ত 
নিখুঁত ভাবে  নদীর তীরে হাঁটাহাঁটি করে ফিরে এসে দেখি
মাঝি উধাও 
      এখন শুধু দূরে পার ,
আম আঁটির ভেঁপু আর বনফুলের সুবাসে 
যদি কোনো প্রেজেন্টেশান না লিখে কবিতা লিখি 
জীবনের সিসিটিভি ক্যামেরাতে ফুটে ওঠে 
সামাজিক এলিবাইয়ে তৈরী অতঃপর 
এটা একটা বিশুদ্ধ পরকিয়ার গল্প। 
.
পরকিয়ার গল্প
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...