Friday, April 5, 2024

বিস্বাদ

জ্বর থেকে উঠে আবার জ্বরের গন্ধ পাই 
স্বভাব যায় না মরলে 
কেউ যদি চলন্তিকায় না থাকে কিংবা মেঘবালিকা হয় 
তাতেই বা কি ? 
আমি যদি নাই বা ডাকি ওই নামে তাতেই বা কি ? 
তোমার ভালো থাকাটা জরুরী 
আর আমার ভালো রাখতে চাওয়াটা। 
.
ছবিটা ক্রমশ আরও আরও মুগ্ধ করছে আমায় 
আরও রঙ, আরও সময়ের ছায়াদের আনাগোনা
পারদের তাপমাত্রার সাথে মিশে যাচ্ছে মৃত্যুর খবর
জানি এসব বোকামি, 
যদি রাত ১০ টার মুঠোফোনে আমার রিংটা না বাজে 
তাতেই বা কি? 
তোমার ভালো থাকাটা জরুরী 
জরুরী ইনবক্সে নতুন আসা ভালোবাসার ইমোজি। 
.
সমস্ত শহরের ঘরবাড়ি আজ শুধু সংসার 
সব চুপ আছে ,সবাই চুপ, 
নক্ষত্রযোগ ,যোগের সময় বিয়োগ 
বাড়তে থাকা মাথা যন্ত্রণার সাথে একার অসুখ।
তোমার আঁতুড়ঘরে এখনো অশৌচের গল্প 
জানি তোমার আবছা চোখে একটা প্রতিহিংসা 
তোমার হাসির শব্দ পাচ্ছি ঠিক, 
বুঝছি আগুন এখনও অপেক্ষায় শেষ বিদায়ের। 
কিছুক্ষন আকাশ দেখার পর নিয়মিত আবহাওয়ায় 
দু কলম নিজের ধ্বংসের হিসেবে খুঁজছি
খুঁজছি শেষ তৃষ্ণাটুকু
সত্যি তো আমি কলমের নিবে তোমায় আঁকতে পারি না।
.

বিস্বাদ
.. ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...