Tuesday, April 23, 2024

অবান্তর

একটা নির্জন বিকেলের সাথে আছি  
এইমাত্র ঝুপ করে কফির কাপে সন্ধ্যে নামলো শহরে 
শহরের রাস্তায় ডেসিবেলের হিসেবে এই সব অবান্তর 
অবান্তর শহরের ভিড়ে আমার কবিতা ,
তবুও বলতে চাওয়া এই শহরে প্রতিটা হৃদয়ে পাখিদের ঘর আছে 
যারা নিয়ম করে আকাশ খোঁজে 
 অনিয়মিত সাজানো ওয়াক্তের সাথে বোঝাপড়ার খাঁচায় । 
.
এই শহর ঠুনকো কেচ্ছা আর ধারাপাতে বিশ্বাস করে 
শহরের বোবা পাটাতনে কিলবিল করা হাজারো জনরোষ 
তবু চুপ সব ,
আপনি মন্দিরে ঘন্টা নাড়বে ,বেজে উঠবে ভোরের আজান এখানে 
আপনি প্রতিবাদ করবে ,আপনার মুখ জ্বলে যাবে অনৈতিক এসিডের আগুনে 
আপনি সময়কে ,অরাজকতার ধর্মকে ,মিথ্যাকে শূলে চড়াবেন 
আপনাকে ঘিরে ধরবে নীতি বিহীন ধ্রুপদী ধারাপাত। 
.
এ শহরে আইপিএল ম্যাচ হবে ,গণেশ পুজোতে মাইক বাজবে 
ইনবক্সে সেক্স চ্যাট হবে ,রাস্তায় ঘাম ,কাজের অভাব হবে 
বাসে ভিড় , শ্বাসে নিকোটিন ,পার্টি বদল , নির্মল হৃদয় 
হাজারো সংযমের পরে কন্ডোমে ফুটো হবে 
সব আপনি মেনে নেবেন ,কি করা যাবে ?
এ শহর চলছে গতিতে ,মানুষ ভাবছে আজকের দিন
এ শহরে কাল বলে কিছু অবশিষ্ট নেই। 
পাশ ফিরবেন ,দেখবেন চটকে গেছে আপনার বিছানার ঘুম 
হাত বাড়াবেন তুমুল নেশায় কিংবা আদরের নিজের বিবাহিত জীবনে 
দেখবেন জীবন মানে সংযম ,
শুধু সহ্য করবেন ইথারে চোবানো এ শহরে যাবতীয় ইলিউশন 
আর অনুভব করবেন পয়েন্ট ব্ল্যাঙ্কে বারংবার সময়বিদ্ধ আপনি 
বাধ্য নপুংসক নাগরিক। 
.
অবান্তর কবিতা 
... ঋষি

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...