গ্লোবাল ওয়ারমিং থেকে চাঁদের দূরত্ব কতো?
মানুষ চাঁদে যাবে, প্রান বাঁচাবে।
নি:শ্বাসের বিষ, গাছেদেরও প্রান আছে
জলস্তর তলানিতে, বিসলারি ঠান্ডা জলের বোতল আছে
তবে কে বাঁচবে? কতদিন?
.
বিজনেস হবে, বিজি-নেস হবে
মানুষ শহর বাড়াবে, জঞ্জাল বাড়াবে, বাড়াবে বিজ্ঞান
তবে মানুষ থাকবে কি?
আজকের ৪৭ ডিগ্রি, কালকে ৫৭, পরশু ৬০
মানুষ বাঁচবে কি?
ওয়েদার ফোরকাস্টিং, পৃথিবী বদলাবে, ভুস্তর বদল
কিন্তু বাঁচবে, মানুষ বাঁচবে কি?
.
কুকুর মাটি চাটবে,পাখিদের সংসারে আগুন
তবে মানুষের কি ডানা হবে?
মানুষও কি উড়ে যাবে সময়ের যানে অন্য গ্রহে
জলের জন্য নিশ্চয় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।
আমরা সব জানি, তার থেকেও বুঝি কারন,
তবুও গাছ কাটি কালিদাসের শহর
তবুও নষ্ট করি আগামী, নষ্ট করি জল,
পৃথিবীর ভুগোলে দেখি গলতে থাকা মেরু
তবুও জংগলে আগুন, তবুও বাড়তে থাকা দূষন
পৃথিবীর রক্তবমি হয়
পৃথিবীর নি:শ্বাসে লাগে বিষ
তবু মানুষগুলো বদলায় না জেনেও
এগিয়ে আসা পৃথিবীর নিজেদের শেষ দিন।
.
শেষ দিন
.. ঋষি
No comments:
Post a Comment