Thursday, April 18, 2024

আয়ুরেখা

এর পরও অনেক কথা থাকে 
গন্তব্য পেরিয়ে ছুটে চলে স্মৃতিপথ ধরে আয়ুরেখা 
বিষ বাষ্প ,নিরুপম বেগে অজস্র না বলা ,
কাদা মাটি ,ধুলোমাটি আঁকড়ে ঠোঁটের স্পর্শে আমি 
সময়ের জল গড়ায় 
গড়িয়ে যায় তোমার নাভির  থেকে গতজন্মের পাপে । 
.
চোখ ছেড়ে যায়  অজস্র চৌকাঠ 
পুরোনো জেরক্স মেশিনে শারীরিক ফটোকপি হয়ে বারংবার 
শুধু ক্ষুদার্থতায় , 
এর আগে বুঝি নি কখনো খিদেরও একটা মুখ থাকে 
গলি থেকে চোরাগলি ,আলো জ্বলে সুইচ অন স্বপ্নে 
বুকের সাথে লেগে থাকা চেনা বুকখানি ঘাম চাটে আজও। 
.
রোজ নিয়ম করে ঘুম এসে ফিরে যায় তুমুল দারিদ্রতায় 
কঠিন থেকে আগুনে  পোড়ে চেনা গন্ধের শরীরটা 
কবে শেষ জড়িয়ে ছিলাম তুমুল নেশার পাগলামি 
কবে শেষ ঠোঁট রেখেছিলাম এই শহরের ১৪৪ ধারায় ,
কবে শেষ তোমার শরীর জুড়ে কাঁপন 
কবে শেষ শান্তিনিকেতনি পথে তোমার বুক 
কবে শেষ কবিতার শব্দগুলো তোমার আদর 
কবে শেষ প্রেম জীবিত ছিল হয়তোবা মৃত 
কবে শেষ জীবনের সবচেয়ে বেশি মায়া  ,
আসলে তোমায় জড়িয়ে ধরলে সময়ের আয়ুরেখা বেড়ে যায় 
আর তখন স্বপ্নে দাপিয়ে বেড়ায় জ্যোৎস্না।
.
আয়ুরেখা 
... ঋষি

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...