Tuesday, April 9, 2024

উই শ্যাল ওভার কাম

একটা বুঝেও না বোঝা পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছি 
শুনতে পাচ্ছি চিৎকার হিংসা চাই ,চাই যুদ্ধ। 
.
কয়েকশো ক্রোশ দূরে থাকা অন্ধকার হঠাৎ বন্ধু হতে চাইছে 
হতে চাইছে শবদেহ ,
আমি দেখতে পাচ্ছি এক কাঁচে ঢাকা শরীর বিদায় জানাচ্ছে 
পৃথিবীর ঘর সমস্ত স্বয়ংবর। 
.
মানুষ মরতে পারে ,মানুষ বেঁচে থেকেও মরতে পারে 
পারিজাতের বাগানে ফোটা ফুল অযত্নে নষ্ট করে 
মানুষ কাঁদতে পারে ,মানুষ কাঁদতে কাঁদতে হাসতে পারে 
তারপর ভুলে গিয়ে আবার পারে বাঁচতে। 
.
একটা চাঁচাছোলা জিভ কটূক্তিতে আগুন লাগে 
বলতে পারি কই ওদের জল দেও 
একটা চুরমার হওয়া হৃদপিন্ড বাথরুম থেকে ঘর 
ঘর থেকে আবার রাস্তায় ,
একটা মুচড়ে দেওয়া হাত ,দুটো ভোঁতা চোখ 
ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে তোমার হাতের ছোরাটা ,
রক্তের থেকে উঠে দাঁড়াচ্ছে শব্দরা 
বেজন্মা শব্দগুলো  থেকে উঠে দাঁড়াচ্ছে ঋষি 
তারপর এই গোলকটা ঘুরছে অনবরত নিঃশব্দে 
বলতে চাইছে ভুলে যাও নিজেকে 
খিদের গল্পে লিখে ফেলো জোর করে উই  শ্যাল ওভার কাম 
এই পৃথিবীতে মানুষ নামক প্রজাতিরাই জানে 
নাগরিক জীবন ক্ষমার থেকে খিদে পায়  বেশি ,ভাতের। 
.
উই শ্যাল ওভার কাম
... ঋষি

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...