Tuesday, April 16, 2024

প্রেমিকের ডাইরি

তোমাকে নিয়ে লিখতে বসলে ইদানিং 
বৃষ্টির রেইনকোট, পুরনো ডাইরি আর গীতবিতানের ভালোবাসা লিখে ফেলি, 
লিখে ফেলি একটা আনত চোখ, সমুদ্র মোরা ভারতবর্ষ
আর আমার উনপঞ্চাশ তম প্রেমিকা,
একটা মেপল রঙের কবিতা তখন মনের খাঁজে
খুলে ফেলি পৃথিবীর সমস্ত গেটওয়ে। 
.
এমন তো কথা ছিল না কখনই
তুমি বৃষ্টিমাখা অরন্য শহর আর আমি নাগরিক
চোখের কাঁচ ঘেঁষে ফেলে যাওয়া বিশ্বাস 
মাঝে মাঝে পাগলামি,
জীবন মিনিট সেকেন্ড আপোস কাঁটা
আসলে কোনদিন যা পাওয়াই হয় নি তা হারাবে কি করে।
.
এই যে তোমার সাথে এক একটা দিন
এই যে তোমার সাথে ঋতুবদল, পাহাড়ী সিটি ন্যাপ 
কত শত কবিতার পাতা,অপরাহ্নের সুর্য
ইচ্ছেদের বুক পকেটে নিয়ে এক থেকে উনপঞ্চাশ
শুধুই বাঁচতে চাওয়া।
বন্ধু থেকে প্রেমিক হওয়া এক আনন্দ সফর 
ততটাই কঠিন প্রেমিকের বন্ধুত্ব 
প্রতিবারে এক একটা ড্রামাটিক দুর্বলতার পরে
আমার কবিতারা বড্ড ভিখিরি  তখন 
আর কবিতার পাতাগুলো সব প্রেমিকের ডাইরি। 
.
প্রেমিকের ডাইরি 
.. ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...