সময়ের তাপমাত্রার পিচ গলে মাথার ভিতর রাস্তা বানাচ্ছে
উদাসীন কালবৈশাখী শৌখিনতার সাথে
নিজের ভিতর লড়ছে,,,,,,,,,,,, কবে ?
ঠাকুরদালানের ঈশ্বর পর্দা সরিয়ে উঁকি মারছে।
.
নিসঙ্গতা শব্দটা সত্যিকারের অনুভবের বাইরে
প্রতিটি মানুষ নিজেকে একা বলে দাবী করে
মধ্যবত্তি ছাপোষা ভাবনার উপমা নিয়ে
সকলেই নিজেকে অন্ধকারে বন্দী করে বালিশের আড়ালে।
.
সংসারে অধিকাংশ মুহুর্তে বশীকরণের মৌন মন্ত্র
এখন শুধু গোধুলিতে তোমার মুখে শোনা পুরুষ মানুষ,
আচ্ছা পুরুষ মানুষের অর্থ কি?
শুধুই লিঙ্গ, শুধু সঙ্গম, শুধুই ধান্দা, শুধুই শিকারী
পুরুষমানুষের মন থাকতে নেই
থাকতে নেই স্মৃতি, থাকতে নেই স্পর্শের আলিঙ্গন।
বুকের ভিতর ঢুকে যাওয়া মৃত্যুটা
হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আরও গভীর থেকে গভীরে
শব্দ আসে না ইদানীং
প্রশ্নটা বাঁচে
প্রেমিক শব্দটা কি পুরুষ নয় ?
তুমিই তো বলেছিলে ভালোবাসার একটাই শরীর
যেটা আলাদা করে চেনা যায় না
সেটা পুরুষ না নারী।
.
পুরুষ
... ঋষি
No comments:
Post a Comment