কাঁপন
... ঋষি
বুকের নিশ্বাস
কবির প্রেমিকা
আনত চোখ
দীর্ঘ লিপিকা।
বাপ বাপন্ত
নির্ভীক যাপন
শহরের কবিতা
বুকের কাঁপন।
আলোর লিপিকা
শাড়ির আঁচল
মিথ্যে কথা
মিথ্যে কাজল।
কথার হরফে
আগুনের ভিড়
কেন লিখছি
সময়ের তীর।
মুখের আদলে
দুঃখরা স্মৃতি
তবুও বেঁচে
ছায়া বীথি।
No comments:
Post a Comment