Friday, April 12, 2024

tobu buktuku

আকাশের আধভাঙা চাঁদ আর টুকরো টুকরো ছবিগুলো 
একটা আলব্যামে বেঁধে ইকিরমিকির খেলছি 
অন্ধকারে একটা প্রদীপের মতো 
শেষ আয়ুটুকু নিয়ে জন্মাচ্ছি আবার মরছি ,
ক্রমশ অধিকার হারাবার গল্পে রাত -দিন,সাত -দিন 
একটা অনির্বাচিত প্রহসন
এক মুকাবিলা নিজের সাথে । 
.
বিছানার চাদরে লেগে আছে আজও আঁশটে গল্প 
আখরোট ঠোঁটের চুমুগুলো কামড়াচ্ছে বড্ড বুকের ভিতর 
এ এক বসন্ত মাড়িয়ে অন্য আগুনে 
এই তুমুল গ্রীষ্মে কেমন একটা শীত লেগে সারা শরীরে ,
অপেক্ষারা জানে আর ফেরা হবে না 
শুধু ফেরারি হাওয়ায় আকাশের আধভাঙা চাঁদ 
দরজার ওপাশে একটা কালো ঘর 
এপাশে একটা টানেল অন্তহীন। 
.
এ এক পাহাড়ি নিঃসঙ্গতার কবিতা 
যেখানে আজকের ৩জি ,৫ জির বাইরেও কথোপকথন 
মনে হয় তোকে আমি ততটাই চিনি 
যার বাইরে কুয়াশা মুড়িয়ে আমি অন্ধ হতে পারি ,
কিন্তু কথা বলতে আটকাচ্ছে কে 
কখনো কখনো কাউকে পেতে হলে তাকেও দরকার নেই 
তবু বুকটুকু ......।
 ..
তবু বুকটুকু 
.... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...