দুপুরটুকু লোডশেডিং এর সাথে কাটাবার পর
কি ভাবছো তুমি ?শারীরিক অসুস্থতা না মুক্তি,
বিকেলের দিকে তুমি গিয়ে দাঁড়াবে তোমার একফালি সাংসারিক ছাদে
চেনা মানুষটার সেবায় তুমি আবারও তোমার শখের বাগান
ভীষণ চেনা আটপৌরে তোমার উপস্থিতি।
.
আমি নিজেকে দোষ দিয়ে কখন ভুলেছি শরীর
এলোমেলো খাটে ,শান্ত খোলসে হিসেবের আয়ুজল
আলিঙ্গন থেকে প্রেম একটা দোষ।
ডানা ঝাপটায় সে নিজের গভীরে বারোমাস
এক জলের বিজ্ঞাপনে
উটেরাও ফ্যামিলিম্যান।
.
ব্যবহারিক জীবনে শব্দের মানেগুলো বদলায়
বিষদাঁত ,ঘুমের জন্ম সব ভুলে যাওয়া সময় জাদুঘর
প্রিয় হাতঘড়ি ,প্রিয় বালিশ
আদর খুঁটে নেয় শরীর থেকে ভালোবাসার তিল
আমি দু চোখ মুছি
ভালোবাসার সংজ্ঞা ক্রমশ প্রিহিস্টোরিক্যাল।
নিজেকে আবিষ্কার করি বারংবার
ঘরময় জঞ্জালের মাঝে খুঁজি তুমি শব্দের মানে ,
এক তরফা কাটাকুটি করার পর ভাবনারা রাস্তায়
রাস্তার পাশে,
এই মুহূর্তে সমস্ত হিসেবের যোগফল জানে
আমার গভীরে এক প্রেমিক আত্মহত্যা করেছে ।
,
আত্মহত্যা
,,,ঋষি
No comments:
Post a Comment