ক্যারেন্ট নেই
এত অন্ধকার ,কিছু তো দেখতে পাচ্ছি না চলন্তিকা
সবকিছুর পরে একটা কবিতা লেখার ইচ্ছে ছিল
কিন্তু শহর ,কিন্তু মানুষ ,কিন্তু দুর্বলতা ,কিন্তু স্থায়িত্ব?
জানি আর হবে না
রৌদ্র ফুরিয়ে দিন ,তারপর অন্ধকার বাকি
তারপর অ ন্ধ কা র ......
.
সব ঠিক হয়ে যাবে
আনন্দ ,প্রত্যয় ,একটা বুক ঠেকান ব্যাপার
একটা মুখ লুকোনো ব্যাপার ,
এখনো বুঝতে পারছো না মানুষের কিছু হওয়ার না থাকলে
কাছের মানুষগুলো বলে সব ঠিক হয়ে যাবে,
সত্যিই তো আমরা যেটা ঠিক ভাবি ,সেটা ভুলও হতে পারে
কিংবা আমাদের ভুলগুলোই হয়তো ঠিক।
.
ক্যারেন্ট নেই
আসলে মাঝে মাঝে আলো নিভিয়ে রাখতেই ভালো লাগে
ভালো লাগে সবার মাঝে থেকে দরজা বন্ধ রাখতে ,
ঘুম আসুক কিংবা না আসুক তখন একটা অসুখ
সিলিঙের দিকে তাকিয়ে তোমাকে ভাবা।
কে বলেছে তুমি আমার কাছে নেই
ইচ্ছে হলেই তো সবকিছু ছেড়ে বিবাগী হওয়া যায় না
হওয়া যায় না এই শহরের নতুন ভোরের পাখি ,
অন্ধকারের নিজের একটা ভাষা আছে
যারা বোঝে
তারা তোমাকে ভালবাসবেই যে চলন্তিকা।
.
অন্ধকার ভাষা
No comments:
Post a Comment