সত্যি তো আমরা বড্ড চালাক হয়ে গেছি ইদানিং
বুঝে না বুঝে নিজের পিঠ থাপড়াচ্ছি ,সাবাসি দিচ্ছি লোক ঠকাবার
অথচ যখন নিজেরা ঠকে যাচ্ছি বেমালুম ভুলছি সত্যিটা।
আসলে বুমেরাং এই পৃথিবীর প্রাচীন অস্ত্র
মাহাত্ন তো আছে
কেঁদে বুক চাপড়ে নিজেদের ঠকাটা ঠকা ,আর বাকিদেরটা ?
.
আমরা রোজ ঠকি ,রোজ ঠকাই
বিশ্বাস ভাঙি, স্নেহের সুযোগ নিই
একটু বোকা মানুষ দেখলেই দাঁত-নখ বের করি,
রোজ আমরা ছুরিতে শান দিই যত্নে
অথচ জানি না ভুল হলেই আমিরাই বিঁধে যাবো ছুরির আঘাতে।
আমরা মিথ্যে স্তোক, প্রতিশ্রুতি, সম্মান, প্রেম, স্তুতি
সব জানি ,সব বুঝি ,তবু মানুষকে বিশ্বাস করি
কারণ মানুষের মুখোশগুলোকে এফোঁড়-ওফোঁড় দেখা যায় না
আমরা ভালোবাসি ,ভালোবাসার মানুষটাকে আগলে রাখি
তারপর হঠাৎ দিন ফুরিয়ে যায় ,ঠকে যাই ।
.
আসলে সত্যিটা হলোআমরা সকলেই মরে গেছি
আমাদের সকলের ভাবনারা গলে পচে গেছে যুগের হাওয়ায়
কথা না রাখাটা আজ লজ্জা না ,একটা ট্রেন্ড
কথা রাখাটা হলো বোকামি ,কষ্টের ঘর
তবু আমরা ঠকি বারংবার ,কারণ ঠকতে ভালোবাসি
তারপরে মুখোশে পচে যাওয়া মুখের মাংস ঢেকে রাখি।
.
বুমেরাং
.. ঋষি
No comments:
Post a Comment