Tuesday, April 30, 2024

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায় 
কি এসে যায় তাতে এই শহরের  ,
ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান 
ফিসফিস করা তোমার কণ্ঠস্বর সব বোধহয়  মিথ্যে তখন ,
জানোতো নির্জনতা তোমার থেকেও অন্ধকার চিরকাল 
আরও অন্ধকার তোমার বালিশে লেগে থাকা রাতজাগা চোখ। 
তোমাকে  আগলানো দুপুর ,মৌমাছির গৃহকোণ 
আদর নিংড়ে বেহেয়া কিছু ভাবনা 
যদিও একলার বোঝাগুলো সর্বদা সত্যির থেকে বহু দূরে গিয়ে দাঁড়ায়। 

একটা জীবন যদি হঠাৎ যদি লোপাট হয়ে যায় 
হঠাৎ যদি মায়ের ঘুমপাড়ানি গানগুলো মনে পরে যায় 
পৃথিবীর সব হিসেবে মিটিয়ে দিতে চাইলেই মুখোমুখি তুমি এসে বসো 
জীবনের অপ্রিয় সত্যিগুলো হঠাৎ মিথ্যে লাগে। 
একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়
কি এসে যায় তবে এই সময়ের ,
নিজেকে নিংড়ে বন্ধ করে রাখা কবিতার পুরোনো খাতাগুলো
তখন আকাশে উড়তে চায় 
আর কানের ভিতর তখন তোমার তখন বহুমুখী ফলাবদ্ধ আমি 
হিমশিম খাই বাঁচতে। 
.
তুমি দোমড়ানো জীবনের নিচে মশগুল হয়ে প্রতিদিন রুটি খুঁজতে থাকো 
আমাকে শেখাও দর্শন  
তোমাকে প্রতিবার চেটেপুটে খাবার পর আমি বুঝি 
দৃষ্টির বাইরে দাঁড়িয়ে তুমি আমাকে হারাতে বলছো
হারিয়ে যেতে বলছো তোমার চোখের বাইরে । 
.
হারানোর কবিতা 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...