Monday, April 22, 2024

আমরা যে বড় হয়ে গেছি

আমরা সকলেই আমাদের কাজ করছি 
ইচ্ছেদের নিয়ম করে খুন করছি 
জানলার লোহার রড চেপে ধরে অসহায় আকাশ দেখছি 
খুঁজছি আকাশে উড়তে থাকা পাখিদের ,
নিজের ভিতর শৈশবটাকে হাততালি দিয়ে উঠতে দেখছি প্রায়শই 
                 তবুও  হঠাৎ মুহূর্তগুলোয় 
 চুপ থাকছি আমরা যে সকলেই বড় হয়ে গেছি
তাই তো একাও। 
.
চরাচরে তীব্র ক্লান্তি 
শহর জুড়ে দূষণের কাফনে নিজেকে জড়িয়ে 
আমরা বৈধতা খুঁজছি ,
চোখমুখের চাপা আগুনকে বশ্যতাস্বীকারে বাধ্য করে ,
আমরা সকলেই ঈশ্বর কিংবা ভন্ড 
নিজে ঠকছি অথবা নিজেকে ঠকাচ্ছি। 
.
সকলের স্বপ্ন আছে 
অথচ স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে এ শহরে কবিতারা বিধবা 
সারা আকাশ যেন ব্ল্যাকবোর্ড 
কুয়াশা জড়ানো কবিতায় ব্ল্যাকবোর্ডে লেখা ফুটে উঠছে  
কম্প্রোমাইজ,হঠাৎ মেঘলা মন। 
আমরা সকলেই উত্তরের বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করছি নিজেকে 
              একটা কনফিউশান 
অন্ধকারে মশারি ঢাকা ঘর্মাক্ত শরীরটাকে 
এগিয়ে রাখছি সময়ের থেকে 
কারণ আলাদিনের প্রদীপখানি খুব কম লোক পেয়েছে 
আর সেই পারস্যের মাদুরখানি  ,
                            সত্যি কি পালানো যায়। 
.
আমরা যে বড় হয়ে গেছি 
... ঋষি

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...