Tuesday, April 2, 2024

ব শী ক র ন

খুব বেশি জুড়ে থাকলে যন্ত্রনা বাড়ে
চুপ থাকে মানুষ, কারণ কথা বলার দরকার ফুরোয়
হঠাৎ সবজান্তা টাইপের আকুতি ঘিরে ধরে
সিরিয়াল ধরে মানুষের ভাবনাগুলো চেনা যায়,
আমরা ছাড়া ছাড়া মেঘের মত ভেসে বেড়াই
অথচ উবু হয়ে থাকা যন্ত্রনাগুলো বুঝিয়ে দেয় 
আসল জোট বন্ধনের মানে। 
.
সারা শরীর বেয়ে নদীরা ঘুরতে থাকে
প্রতিটা ঋতু বদলে নদীর জল বাড়ে কমে 
শহর ফেরত পুরনো ট্রামলাইন অকারনে বিপ্লব খোঁজে
সময়ের একহাতে বর্তমান 
অন্যহাতে তখন স্বাধীনতার শ্লোগান, 
আমরা ভালোবাসবো বলে মেঘ হতে চাই 
অথচ সব শহর চেরাপুঞ্জি হয় না। 
সত্যি হলো সংসার হলো এক দীর্ঘ কবিতা
অবয়ব ছিঁড়ে বেরিয়ে আসতে চায় থমথমে রৌদ্র
কোন অজানা পূর্বাভাস, কোনো বেহমেনিয়া মেঘ
ক্রমশ মিশতে থাকে দিন ফুরোনোতে,
প্রতিটা দিন শেষ হয় নিয়মিত সামাজিক বশীকরনের দায়ে
অথচ দিনের মতো মেঘ আসে যায় 
কিন্তু অসময়ের বৃষ্টি থামে না। 
.
ব শী ক র ন 
.. ঋষি 



No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...