Sunday, April 7, 2024

বৃষ্টি ভেজা শহর

বুকপকেটে বৃষ্টি ভেজা আমার শহর 
অন্য এক এপ্রিলের ধাঁচে শহরের ভিজে পথঘাট 
ভাঙা চোরা আলব্যাম পড়ে নিচ্ছে তোমার ডিলিটেড ম্যাসেজ ,
ভাবনার গন্ধ ওৎ পেতে বসে আছে তোমার কুঁচকোনো ভুরুতে 
বদলানো চোখের চাহুনিতে একটা পাগলামি 
আমার পাগল শহর বলে দিচ্ছে তোমার সংগ্রাম নিজের সাথে। 
.
এই শহর বৃষ্টির ফরমানে মনখারাপ লিখবে 
সভ্যতা চোখে আগুনে ঢেলে দেবে এক পুরোনো জনসভায়  
সার্কাসের দড়িতে ইন্দ্রিয় হাসবে ,
ভিকটিম খুঁজে নেবে রবিবাসরীয় মাংস ভাত 
সেই পুরোনো চাল 
আর আমি রিমঝিম  বৃষ্টিতে ভেজা শহর  লিখবো। 
ইদানিং জীবনের নগ্ন মিছিলে সামিল শহরের ইতিকথা লিখতে 
আমার মিথ্যে লিখতে ইচ্ছে করে 
কোনো জনস্বার্থ মূলক প্রচারে দাঁড়িয়ে চিৎকার করতে ইচ্ছে করে 
বড্ড মিথ্যে ছিল সেই দিনগুলো তবে  
আর বড্ড মিথ্যে আমাদের শেখানো বুলি 
আচ্ছা দিন জরুর আয়েগা। 
.
বৃষ্টি ভেজা শহর 
... ঋষি

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...