Saturday, April 6, 2024

ভালোবাসা বাকি

ক্রমশ নিস্তেজ এই শহর 
চেনা জানলায় মুখ চেপে বারংবার পরিভ্রমণ 
কিছু দূরে জন্ম থেকে জন্মান্তর
পা বাড়াতে গিয়ে বারংবার পায়ে ফুটে যায় কাঁটা,
চেনা ছক অথচ ফ্যাকাসে গৃহকোণ
শুধু ক্ষতিগ্রস্ত আ-কার, ই-কার
আর পায়ের পাতা জুড়ে না পৌঁছোন জরিমানা। 
.
এভাবে মধ্যদুপুরের তারিখ চিনে ফেলে পুরনো সুর্য
গনগনে আগুন, রাস্তার পিচে মরিচীকা
তোমার নাভি থেকে তলোয়ার এলিয়ে দিতেই
বয়সের কাঁটাতার ভেঙে ফেলে একলা বারান্দা, 
স্মৃতির পার্কে আজও কেউ এসে বসে
উঠে চলে যায় আবার,সম্পর্ক ওঁত পাতে
যা কিছু হারিয়ে যায় সত্যি কি হারায়? 
আসলে উচিত, অনুচিত সম্ভাবনায় বসে ভবিষ্যত
একলা সুর্য দিন গুনে যায়
আমি হাতের তালুতে দেখি সম্ভাবনার আকুতি
সত্যি তো তোমাকে এখনও ভালোবাসা বাকি। 
.
ভালোবাসা বাকি
.. ঋষি 


No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...