Friday, April 19, 2024

কেউ কারো নয়

হঠাৎ করে কেউ হারায় না
যে মেয়েটা বাড়িতে রোজ শাঁখ বাজিয়ে পুজো করে
তার ও ইচ্ছে করে আকাশ ছোঁয়ার,
ব্যাগ ভর্তি স্বপ্ন নিয়ে যে ছেলেটা বাজারে এসে দাঁড়ায়
তার বাড়িতে আগুন আর উনুনে জল 
তবুও তো তাদের স্বপ্নরা কাঁদে রোজ নিয়ম করে। 
.
আমি নিশ্চিত এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই
যার স্বপ্ন নেই, 
সময়ের গা বেয়ে ঝরতে থাকা জল 
বারংবার তাগাদা দেয় প্রতিটা মানুষকে বেঁচে থাকার। 
.
ছাপোষা মানুষের, ছাপোষা স্বপ্নগুলো বেরঙিন কেন? 
অধিকাংশ জন্ম কৈফিয়ত খোঁজে সময়ের কাজে
সময়ের উপর কালসিটেগুলো একরোখা অহংকারী 
প্রশ্নগুলো বড্ড জ্বালায় মানুষকে, 
মানুষ যদি হঠাৎ চুপ করে যায়,
যদি প্রশ্নগুলো জমা অভিমানে মুখ ফিরিয়ে নেয়
তবে একটা উপলব্ধি জায়গা নেয়
এই পৃথিবীতে সত্যিকারের কেউ কারো নয়।
.
কেউ কারো নয়
.. ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...