Monday, April 1, 2024

শুধু শারিরীক নয়

মোড়ক তো খুলেই ফেলছি অনন্ত সুখে
পায়ের ভাঁজে জমানো তোমার আলতামিরার গুহার আদি কথা 
সবটাই জানি, নতুন কি? 
নতজানু হয়ে লিখতে চেয়েছি একটা পাহাড়ি গল্প
প্রেমিকার চোখে নরম ঘুমে চুমু 
সব কেমন ছিন্নভিন্ন আজ, আবেগজড়িত কালসিটে। 
.
আমরা বনগাঁ লোকালের ভীড় সামলানো জনতা
আমরা স্বাধীনতা দিবসে ছুটির গল্পেই আছি
আমরা শাশ আর বহুতে রাত আটটার টিভিতে
আমরা শ্লোগানের বদলে বিরিয়ানিতে বাঁচি, 
সবটাই সু্যোগ, সবটা এন্টারটেনমেন্ট
সবটাই সুবিধা। 
.
এই যে মশাই ভীষ্ম, মশাই কৃষ্ণ বলতে পারেন 
ভালোবাসার রঙ কি?বলতে পারেন ঘৃণার  রঙ কি? 
বলতে পারেন বিশ্বাসের রঙ কি? 
এই যে মশাই যুধিষ্ঠির বলুন তো ঠকে যাবার রঙ কি? 
বলুনতো রাম বাবু নারীদের চরিত্র কোথায়? 
পার্থক্য কোথায় বলুন তো? 
.
সবশেষে মহাভারতকে বলি বিশুদ্ধ ভার্জিন নয়
আর রামায়ন কোন ঈশ্বর নয়। 
আমরাই দুলে দুলেই খুলে চলেছি দ্রোপদীর শাড়ি 
তারপর খুলেখুলে তো দেখে চলেছি সীতাদের পাতাল প্রবেশ
 তারপর তো আসিফা থেকে প্রিয়াংকা
হাজারো মোমবাতি জ্বালাবার পর বুঝতে পেরেছি কি? 
ধর্ষন শুধু শারীরিক নয় 
ধর্ষন আমআদমির দিমাকে এক ভাবনা বিকৃত শরীর
শুধু সু্যোগের অপেক্ষা। 
.
শুধু শারীরিক নয় 
.. ঋষি 







No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...