Wednesday, March 11, 2020

কাদম্বরীর আর্তনাদ


কাদম্বরীর আর্তনাদ
... ঋষি

শুন্য গিরিশপার্ক মেট্রো
শুন্য গভীর গহ্বর থেকে হন্তদন্ত উঠে আসা আর্তনাদ
কাদম্বরীর কান্না শুনেছেন কেউ ?
সময়ের থেকে ছিটকে সরিয়ে নিয়ে কবিতার খাতা
 আত্মহত্যার চিঠিতে গীতবিতানের লুকোনো ব্যাথা।
কাদম্বরী একলা দাঁড়ানো মিথ্যা অপচয়
সত্যি শুধু রবিবাবুর কল্পনায় সৃষ্টি শুধু  কাদম্বরীময়।
.
 গিরিশ পার্ক থেকে নবীন পল্লী, কলুতলা লেন থেকে শিলাইদহ
একটি আর্তনাদ শুনেছেন কেউ ?
একটা স্বীকারুক্তি কিংবা আকাশে ভরা কালচে মেঘ।
সৃষ্টিরা সব খুঁজতে থাকে প্রেম
মৌনতা লিখে রাখতে সাদা কাগজে শুধু মাত্র অভ্যেস প্রয়োজন।
তোমার আমি ,আমার তুমি ,
সেদিন দুজনে দুলেছিনু বোনে
কাদম্বরী আর রবীন্দ্রনাথ।
.
কোথাও আর সেখানে  রবীন্দ্র সঙ্গীত বেজে ওঠেনা
না শোবার ঘরে না বারান্দায় না চিলেকোঠায়,
আর কখনো পিয়ানোর রিডে হাত বোলায় না ইতিহাস।
শুধু মাত্র জন্মরা বেঁচে থাকে
শুধুমাত্র সন্তানরা বেঁচে থাকে ,
আর বাঁচে কাদম্বরীর আর্তনাদ।
শুধু  এক জোড়া গোপন পাখির ঠোঁটে ঠোঁটে ঠোকাঠুকি
শুধু গঙ্গার ধারের নৌকায় বিলাসবহুল জমিদার সাদা পাতায় লেখেন
আমি চিনি গো ,চিনি তোমারে ,
আর তারপর
সারাবছর ,সারাদিন ধরে ভালোবাসার আর্তনাদ পাওয়া যায়,
পাওয়া যায় কাদম্বরীর ফ্রীজে জমানো শুকনো  বরফের শব্দ।
জোড়াসাঁকোর দেওয়ালে মেয়েদের খোলা থাকে বুক
বুক জুড়ে রজনীগন্ধা আর জমিদারি গোপন প্রথা ।

হয়তো দেবেন্দ্রনাথ দোষী কোথাও   ...................

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...