Tuesday, March 10, 2020

Ghore baire

ঘরে বাইরে
..ঋষি
প্রশ্ন, উত্তর আর এই জীবনের অংশীদারি
রাষ্ট্র,দ্রোহ আর দ্রোহিত্র,
মাঝে মাঝে দিন কাটে এমন শুধু নিয়মের বাইরে।
তোমার সাথে দেখা হওয়াটা মুহুর্ত ,
হাওড়া ব্রীজের উপর থেকে শহর দেখাটা শুধু আশ্চর্য
আর আমি শেষ না হওয়া মৃত্যু।
.
আর কবিতা  লিখবো না
ভাবি বারংবার,
আর তাকাবো না চলন্তিকা তুমি আর তোমার সংসার।
শুধু মনে মনে, ঘরের কোনে
তাকিয়ে থাকবো আকাশের দিকে
আরো গভীরে সেক্সপিয়ার লিখবো হ্যামলক নাটকে।
.
আচ্ছা আমি যদিও সংবিধানিক নই
এই শহরের গভীরে অন্য একটা শহর শুধু মনকেমন।
তোমার মুখোমুখি অন্য চেয়ারে বসে
শুধু সময় চুরি করা, কিছু অবশিষ্ট নেই আমার।
ভেঙে ফেলার একটা শব্দ থাকে
কিন্তু আমারগুলো তো আজ ভেঙে গেছে বহুদিন।
তোমার উত্তরগুলো চলন্তিকা আমি বুঝে যাই
সময়ের উত্তরগুলো সত্যজিৎ বাবুর ঘরে বাইরের সেই মেয়েটা।
মেয়েটা সময় দেখে নি
মেয়েটা তাকিয়ে ছিল সভ্যতা নামক অন্য একটা রাষ্ট্র্বে,
আর তারপর এই কবিতা শুধু ঘরে বাইরে প্রতিদিন,
সময় বদলায়
অথচ তোমার সময়ে ঘরে বাইরে থেকেই যায়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...