Wednesday, March 11, 2020

ফিসফিস


ফিসফিস
... ঋষি

দুঃখ পেয়েছে একটা সময়
হয়তো দুঃখগুলো জমা ছিল শহরের রাস্তার ধুলোয় ,
হয়তো বা দুঃখগুলো একা ছিল মানুষটার পকেটে।
মানুষটা একলা ঢেউ
বাঁচার জন্য অন্য কেউ
তবুও এই পৃথিবীতে ফুল ফোটে ,সকাল হয়
আর দুঃখগুলো মানুষটার আয়নায় একলা কেউ ।
মানুষটার আকাশি জামা
মানুষটার পুরোনো স্যান্ডেলে জমা রাস্তার ধুলোদের কথা ,
যুদ্ধ অমূলক নয়
শান্তি মূলত নিয়ম করে ভাবনার দরজায়।
বাঁচা একটা অভিধান
অসুখ হলো অনিয়মের সুখ ,
আর দুঃখ
সাক্ষর একটা সময়ে জমা কাঁচের গুঁড়ো।
.
দুঃখ পেয়েছে মানুষটার
সময় আকাশের পাখি ,মুশকিল বাঁচা
আর একলা খাঁচা।
মানুষটর ভিতরেও গান,মানুষটার ভিতরে শব্দ ,বর্ণ ,পরিচয়
মানুষ না বুঝলেই পাগল তখন।
মানুষটার সাথে মেঘেদের বন্ধুত্ব
তার সাথে বৃষ্টির শব্দ বদল
তারপর বজ্রপাত
দুঃখ হয়তো প্রেমের উপাসক কিংবা কবিতার পিতা।
জন্মের মাপকাঠি অনাদৃত এই সময়
লোকটির মৃদুমন্দ বাক্যালাভ
সময়ের সাথে
দুঃখের সাথে
এই শহরে রাস্তায় একলা  দাঁড়ানো মানুষটা। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...