Tuesday, March 17, 2020

নগ্নতা ও ঈশ্বর




নগ্নতা ও ঈশ্বর
... ঋষি

প্রশ্নাতীত কল্পনা
নগ্নতায় প্রেম জন্ম দেয় কিছু ঈশ্বর।
নগ্নতা ? ঈশ্বর ?
সোজা তাকিয়ে আছি দূরত্বে রাখা দুর্বলতার দিকে ,
পোশাকের সাথে মুখোশ
আর নগ্নতায় রাখা ঈশ্বর নিজস্ব উত্তাপে নির্ভরশীল।

চলন্তিকা এমন করে তাকিয়ে থাকিস না
প্রেম জন্মায় ?
ঠিক এই প্রশ্নে নিজের সাথে নিজের আয়নায় অন্য মুখ।
ঠিক এই কারণে কুয়াশা আর ছায়া আলো তোর নাভি চিরে ঢুকে গেছে
বিপ্লব শব্দের গভীরে।
শুরু থেকে অনবরত চুম্বন
গড়িয়ে নামছে একটা গভীর আয়োজন আমার মাথার ভিতর।

যদি ভাব শরীর লিখছি তবে ভুল
আসলে আমি একটা শরীর আঁকছি ঈশ্বরের মতো কোনো ঠিকানায়।
মনে মনে একটা আশা বাঁচে
নিজের বুড়ো আঙ্গুল চেপে ধরি তোর ঠোঁটের ফাঁকে
আরো আখরোট চিরে যাক গভীর বিভাজনে।
চলন্তিকা আবরণহীন পুরুষের শরীরে পাখির সন্ধ্যের ঘরে ফেরা
কোষে কোষে জমা থাকা আদৃত ভোগ ,
নিখুঁত একটা ভাস্কর্য
বাঁশি হাতে মুদ্রাস্থিত ঈশ্বর মানুষের দিকশূন্যতায়।
স্পর্শীল কোনো মুহূর্তের অপেক্ষা
প্রতিটা নগ্নতার পরে ঈশ্বর সঙ্গমে লিপ্ত হয় গভীরে ,
আর তখন যদি কেউ আমাকে বলে দোষারোপ করে
আমি সোজা চলন্তিকা তোর বুকের গভীরে মিশতে চাই।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...