Monday, March 23, 2020

স্টপ মুভমেন্ট

আজ কোন কথা হবে না,আজ শুধু রবিঠাকুর
" ভালো মন্দ যাহাই আসুক,  সত্যেরে লও সহজে "।
বেশ কিছুদিন দেখা হবে না চলন্তিকা তোমার সাথে
কিংবা বাঁচা।
আজ শুধু স্পর্শহীন,  একাকীত্ব
তোমাকে বাঁচাতে, আজ আর তোমাকে ছোঁয়া যাবে না।
.
  আজ কোন কবিতা নয়,
এখন শুধু কবিদের কলমে একাকীত্ব লেখা হোক ।
বেশ কিছুদিন কোন বাজার, দোকান কংবা বাঁচার রাস্তা নয়,
নয় কোন ভীড় কিংবা মিছিল
এখন  শুধু মৃত্যুর মুখে ঝামা ঘষে দিতে  " স্টপ মুভমেন্ট "।
.
এখন  শুধু ঘর
এখন শুধু গতিহীন শহর, রাষ্ট্র  আর সময়ের ঈশ্বর। 
এখন তুমি একা
এখন  আমরা একা
এখন ভালোবাসা স্পর্শহীন হোক আর রাতগুলো প্রার্থনার ।
আজ একা থাকাগুলো মানুষের নিজের একান্তে হোক
আজ অন্ধকারকে  হারাতে দশ বাই দশ ঘরে,
 আমাদের জীবন আরো অন্ধকার হোক।
আমরা আসবো ফিরে
আগামী কোন দিনে
অন্য সময়
শুধু অপেক্ষা এই সময় পৃথিবীর রোগ মুক্তির।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...