Thursday, February 26, 2015

শেষ কবে

শেষ কবে
............. ঋষি
============================================
শেষ কবে সোনালী রৌদ্র বেয়ে
শুয়োপোকাগুলো প্রজাপতি হয়ে উঠেছিল।
শেষ কবে নার্সারির গাছগুলো বেড়ে উঠে
পর্ণমোচী বৃহৎ বৃক্ষ হয়েছিল ,
সবকিছু কবিতায় হয়।


এ জীবনে যে কোনো  স্বর্ণযুগীয়  তকমা  তুমি আটকাও না কেন
হাতের নেলপালিশে যতই সবুজ আঁকড়াও না কেন।
তুমি প্লেথোরাযুগের নারী
তোমার সম্ভ্রমে হেঁটে যায় কবিতার পাতায়।
অসংখ্য ম্যামথীয় শল্যবিদ,আদিম গুহায় নৃত্যরত হোমোস্যাপিয়ন
আগুন জ্বালায় ,মাংস পোড়ায় অনবরত রক্তক্ষরণ।
টিমোসনদীর প্রাচীন জলে মিশে যায়
শরীরের গন্ধে নিত্যনতুন কবিতায়।

শেষ কবে তোমার বারান্দার আকাশে
তোমার ল্যাপটপে ধরা দিয়েছিল প্রেমের মুখ।
শেষ কবে তোমার নোনতা ঠোঁটে নেমে এসেছিল স্বপ্নের চুমু
আই লাভ উই বিকস ইউ আর উইথ মি,
বলতে পারো শেষ কবে।  

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...