Thursday, February 5, 2015

RISHI026@GMAIL.COM

রাজকন্যার সাথে
................ ঋষি
=======================================
কোথায় এক রূপসী রাজকন্যা নিদ্রায়
শহরের পালকে ভাসতে থাকা প্রশ্রয়।
কিছুই মিথ্যা নয়
শহর শুয়ে থাকে স্মৃতি বুকে সময়ের ভাবাবেগ।
সময় জাগে ,জাগ্রত রুগ্ন কলমে চিরদিন
বেঁচে থাকা প্রেম প্রশ্রয়ে।

নিদ্রা ভাঙ্গে না রাজকন্যা
শহরের বস্ত্রালয়ে বস্ত্রহীন সভ্যতার রিমেকি অছিলায়।
সভ্যতা বাড়তে থাকে আরো আগে
হয়তোবা কখনো কোনদিন জাগবে রাজকন্যা।
তার দুই ভ্রুর মাঝে আকাশের চাঁদে আতঙ্ক
অমাবস্যার আগমনী সভ্যতা নিরাশ্রয়।
আমার শহরে সভ্যতা ঘুমোয়
জীবিত থাকার আগে।

কোথায় সেই রূপসী রাজকন্যা নিদ্রাহত
শহরের ফুটপাথ জুড়ে নেরিকুত্তার ছানাগুলো বড় নগ্ন।
যা কুকুর প্যান্ট পরে আয়
অভ্যেস বদলায় না বদলে নতুন দরে সিগারেটের ধার্য্যমূল্য।
বাড়তে থাকা নেশা বাঁচতে থাকে
রোজ প্রতিদিন রাজকন্যার সাথে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...