Tuesday, February 3, 2015

rishi026@gmail.com


মুক্তির অভ্যাস
....................... ঋষি
==============================
ছোট পৃথিবীতে নিঃশ্বাস আর বিশ্বাসের মেলবন্ধন
হয়তোবা জড়িয়ে  থাকা মানে জড়িয়ে বাঁচা।
হয়তোবা জীবিত থাকা মানে মিথ্যা অভ্যাস
এমন তর হয়েই যায়।
প্রতিদিন, প্রতিক্ষণে অজান্তে বুকের ওঠাপড়ায়  মিঠে রৌদ্র
আকাশের বুকে ডানা ,মুক্তির অভ্যাস।

আমি স্বপ্ন দেখছি সেই চিলেকোঠার ছাদে
বড়দের আশংকা যদি পরে মরি।
আমি তো মরে গেছি কবে ছোটো থেকে বড় ,তারপর আরো
কখন যেন আমার আকাশের নীল ডানায় লাল ছোপ।
আমি চুপ করে দেখেছি নীল আকাশকে
বুকের বারান্দায় দাঁড়ানো অসংখ্য মৃত ফুটপাথ।
ফুচকা ওয়ালা ,ফেরিওয়ালা আরো কত চিত্কার বুকের মাঝে
আমি চুপ থেকেছি
আজকাল আমার আকাশের রং লাল।

ছোটো ছোটো নিত্য এগিয়ে যাওয়া ভিক্ষার ঝুলি হাতে
ঈশ্বর এখানে স্থির ,নির্বাক বাসের কন্ট্রাকটর।
স্টপেজের পরে স্টপেজ ,আবার বিন্দাস ক্লান্তি
আমার গন্তব্যে খোলা আকাশ অদ্ভূত শান্তির।
নীল রং কখন যেন লালচে মেঘ হয়
আর আমার ভয় হারিয়ে যাওয়া মুক্তির অপেক্ষায়।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...