Thursday, February 19, 2015

চলন্তিকা ও প্রেম

চলন্তিকা ও প্রেম
................. ঋষি
==========================================
যদি শরীর পার হয়ে কখনো প্রেম আসে
তুমি এসো চলন্তিকা সেই পথ ধরে।
চেনা রিংটোন,চেনা চাহুনি ,চেনা জীবনযাত্রার
ওপারে মহাভারতের অভিমুন্য একলা দাঁড়িয়ে চক্রবুহে।
তুমি চিনে নিও চলন্তিকা প্রেম বীর্যের উত্তাল ঢেউকে
উত্তাল সমুদ্রের মাঝে ক্ষুদ্র সেই জীবনটাকে।

যদি কখনো তুমি আসো চলন্তিকা
নিশ্চিন্ত তোমার খয়েরি নখের ডগায় টিয়ে রঙের নেলপলিস।
কিংবা সেই পুরনো চেনা বিদেশী পারফিউম পেরিয়ে
একলা গ্রহে কেউ দাঁড়িয়ে।
তোমার চেনা সেই ভালেন্টাইন গিফট হলুদ পাঞ্জামী
পুরনো আলমারির আয়নায় একগাল দাঁড়ি আর অন্ধকার।
তাকে চিনে নিও চলন্তিকা আমার কবিতার মত
নিদ্রাহীন ,অসীম অপেক্ষায় চেনা পথে তোমার পদশব্দ।
আমার বুকের ভিতর
চিনে নিও প্রেম।

যদি শরীরের  বাইরে জীবন এসে দাঁড়ায়
তুমি এসো চলন্তিকা চেনা প্লাটফর্মের লোকাল ট্রেনের জানলায়।
ট্রেনের যাত্রা শুরু জীবন
চেনা জীবন পিছনে সরে যায় স্মৃত্মির কক্ষে রিজার্ভেসনে।
আর ভিতরে বাহিরে  সময় দুলতে থাকে অপেক্ষায়
যদি শরীর পেরিয়ে তোমাকে পাওয়া যায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...