Sunday, February 1, 2015

RISHI026@GMAIL.COM

নিজেকে ছাড়া
.............. ঋষি
===================================
সমস্ত জীবন ধরে লিখে চলেছি নিজেকে
কিন্তু খুঁজে পায় নি সময়ের মরাল স্রোতে নিজেকে।

অজস্র খননে মাটির থেকে উঠে এসেছে
সময়ের কঙ্কাল।
আমি কিছু বলি শুধু মেনে নিয়েছি
কিন্তু যদি আজ বিকেলে দুম করে আমি মরে যায়।
কিংবা ধর আমার গাড়ির মত ব্রেকফেল হয়
কি করবে তুমি ,কি করবে
সহমরণে যাবে না ,আরো বেশি সাজাবে নিজেকে।

বাতাসে বাঁশির শব্দ কানে আসে
অনিদ্রায় শুনতে পাই তোমার পায়ের শব্দ।
তোমার রুমঝুম ধ্বনি
সব পাই সাজানো বাজারে পুঁটি মাছ ,কই ,চিংড়ি।
সব পাই  জীবনের আলোয় অসংখ্য  বেচাকিনি
কিন্তু সময় কোথায় নিজেকে পাওয়ার
শুধু ভালোবেসে তোমাকে পাওয়া যায় না।

সমস্ত জীবন ধরে সাদা কাগজে রক্তের দিনলিপি
সব পাই এখানে ,নিজেকে ছাড়া। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...