Tuesday, February 3, 2015

RISHI026@GMAIL.COM

কতটা বেঁচে
...................ঋষি
=====================================
আকাশ থেকে নেমে আসা U F O
পৃথিবীর মাটিতে পদার্পণ নতুন সভ্যতা।
মানুষ বাবুরা ব্যস্ত দৈনন্দিন বোঝাপড়ায়
মানুষবাবুরা  ব্যস্ত জীবিত থাকার আকাঙ্খায়।
সবাই জীবিত মৃত স্তবকে
আর সভ্যতা,ব্যস্ত আকাশের কোনে নীল স্বপ্নে।
এমন তো গল্পেই হয়
কোনো অচেনা গ্রহের জীব পৃথিবীর মাটিতে ,
পৃথিবীটা বদলাতে চায়।

মানুষ বাবুরা কি চায়
দিন কাটছে কাটুক ,চামড়ার কোটরে ভাঁজ,
সময় গড়াচ্ছে গড়াক ,সময়ে ভ্রুর ভাঁজ।
কেউ বলে না জবাব চাই
শুধু জবাব দেয় নিত্য বোঝাপড়া জীবনের ঘামে।
কেউ বলে না এগোতে চাই পৃথিবীর গতিতে
সবাই বলে যে যাচ্ছে যাক ,আমি তো বেঁচে।
কি মানুষবাবু কতটুকু বেঁচে ?

উত্তর নেই ,চুপ কর দৈনন্দিন মাছ ভাত নিদেন নুন ভাত
চলছে চলবে ধর্ষণ ,বর্ষণ সমাজপতিদের ভিড়ে।
কাবুলিওয়ালার ছোলায় বেঁচে ঈশ্বরের নাম ,ধর্মের নামে
মানচিত্র বদলাতে চাই অধিকারের নাম ,বিভাজনের নামে।
খবরকাগজে জীবনপাত বুজরুকি জনতা
দোকান হাটে  বজ্রপাত সেই বুলসাই ক্লান্ত জনতা।  
কোথায় শেষ ,কোথায় শুরু সভ্যতা
অপেক্ষা জেগে ওঠা সুদিনের আকাশে U F O
বদল চাই ,বদলানো নতুন আলো। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...