Tuesday, February 24, 2015

মুখোশের দরকার

মুখোশের দরকার
.................... ঋষি
=======================================
ধন্যবাদান্তে তোমার প্রিয়তম
অত্যাধুনিক মানুষ মেশিনের সৌজন্য তোমার ধুকপুকে ,
আমার অঙ্গীকার
আচ্ছা মানুষ যদি আদিম হয়ে যায়।
কি করবে জীবন ছুটে পালাবে দৈনন্দিন আদিম সভ্যতায়
নাকি উল্টে গিয়ে পাল্টে যাওয়ার লোভে
মুখোশ লাগাবে।

তোকে বলার ছিল অনেককিছু
তুই শুনতে চাস নি আমি জানি তোর মুখোশের দরকার।
তোকে দেওয়ার নেই আর কিছু
তুই নিতে চেয়েছিস প্রত্যাহিত স্পর্শের অঙ্গার।
হাসিস না ,প্লিস হাসি তোকে মানায় না
মানিস না মানিস হৃদয়ের কেবিনে লুকোনো দরজা।
ডুবে যাওয়া সভ্যতার নোঙ্গরে শেষ SOS
ভালবাসতে যে হৃদয়ের দরকার।

ধন্যবাদ তোমায় প্রিয় সভ্যতা
তোমার প্রিয়তম শরীরের অসংখ্য ক্ষতস্থলে
আমার অঙ্গীকার।
আচ্ছা মানুষ যদি বদলে যেত দিনরাত্রে
সূর্য যদি চাঁদের গায়ে হেলান দিয়ে সুখমধু খেত চুষে চুষে।
তবে কি তুমি ছিবড়ে নাকি চলন্ত সভ্যতায়
মুখোশ তোমার খুব দরকার। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...