Thursday, February 26, 2015

মগজ ধোলাই

মগজ ধোলাই
................... ঋষি
=======================================
রোজনামচা বদলাবার ওষুধ একটাই
মগজ ধোলাই।
ফুটপাথে চোলাই মদের দোকানে চোখ রাখি
আরি পেতে দেখে মায়ের গুষ্ঠি দেশের ঘাড়ে।
বদলায় না কিছু ,কিছু সময় কেটে যায়
লাল  প্লাস্টিকে মোড়া বোবা শব্দরা
ধর্না দেয়।

এই যে সামনে সেলুনে বেজে চলা হিন্দি গানটা
এক বোতল ভদকা ,কাম মেরা রোজকা।
জাতীয় উয়ুথ আইকনে তেরচা চোখে দেখা ডিভিডি স্ক্রিনে
কিংবা মোবাইলের নীল স্বপ্নে শরীরের ভাঁজে।
অসংখ্য লিপি ,শুকনো কাঁচালঙ্কা  সাথে ইতরামি
শুকিয়ে ঘা।
অনবদ্য জীবনানন্দ আকাশের গায়ে
খিদের শহরে পৃথিবী গদ্যময়।

রোজনামচা জাতীয় শিক্ষার ভাঁড়ে লুকোনো প্রশ্নপত্র
উত্তর বিকোয় লক্ষীর ঠোঙ্গায়।
ফুটপাথে শুয়ে ভিখিরী অবলীলায় চিনতে পারে
স্যানি লিওনা,ক্যাটরিনা কাইফ।
খিদে বেড়ে যায় ,শরীর বেয়ে ঈশ্বরের তিন নম্বর পা
কারণ একটাই সবাই জানে
মগজ ধোলাই। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...