Thursday, February 19, 2015

পথ চলা

পথ চলা
............... ঋষি
===========================================
বারংবার বদলাতে বদলাতে লং রুট
কিংবা সর্টরুট,নাইট কিংবা ফরমাল রুট ,
সবটাই রাস্তা।
হাঁটছি আর হাঁটছি এই জীবনের পথ ক্রমাগত আয়নায়
মুখটা খুব চেনা হয়তো কখনো কালো পিচে।
কিংবা ধরো এবড়ো খেবড়ো রাস্তায়
ঠিকানা অজানা।

তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে পাথুরে বিপ্লবী কিংবা জাতীয় সিম্বল
সেই মুখগুলোও চেনা প্রতিদিনকার পথচলায়।
অনন্ত ইচ্ছা ,আকাঙ্খা দৈনন্দিন পথচলতি
মানুষের গ্লানি ,হতাশা আর ঈশ্বর।
সবগুলো একসাথে খিচুরী আমার কবিতায়
উঠে আসে জীবন তাদের।
যাদের
নিত্য গ্লানি খালি পায়ে অসংখ্য ফোস্কা।

আবারও  বদল আবার উপরের দিকে
তালিবান উপজাতির নাম লেখা বিপ্লবী আগুনে।
লাল রক্ত ,স্বাধীন দেশ আমার তোমার
পথ চলা একলা লক্ষ্যে অনবরত।
ওঠাপড়া বারংবার
তবু রাস্তা হরতাল হয় ,চাকাজ্যাম
পথ থামে না ,খুঁজে নেই নতুন রাস্তার ঠিকানা।  

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...