Saturday, February 7, 2015

একদম চুপ

একদম চুপ
.............. ঋষি
-====================================
চুপ কেন
জীবন কি থেমে গেছে মন।
সেই যে ফেলে আসা ফুটপাথ ধরে হৃদয়ের ম্যাগাজিনে
চলন্ত সময়ের বুলেট আঁকড়ে সেই ছেলেটা।
পরে আছে স্মৃত্মির গভীরে অবচেতনে
সে তো মৃত নয়।

চুপ কেন শুনতে পাচ্ছিস মন
আমি ডাকছি তোকে চিত্কার করে কোনো বরফ প্রান্তরে।
তোর গায়ে জড়ানো সভ্যতা রঙের রঙিন গয়না
আমি সেজে উঠছি আরো গভীরে রক্তের রঙে.
ভেসে যাওয়া বেওয়ারিস চঞ্চল নদী
গড়িয়ে গিয়ে সেই সমুদ্রে।
আবারও বলি আমি হাত দিয়ে আকাশ ধরতে যাস না
ভালোবাসিস আকাশকে ময়লা রঙে.

চুপ কেন
জীবন যে ভেঙ্গে যাওয়া স্মৃত্মির জাহাজের মাস্তুল।
মাস্তুল ভেঙ্গে যায়
জীবন উদ্বাস্তু পাড় ছাড়া ,স্পর্শ ছাড়া।
ঘোরে ফেরে মন ভাবের সাগরে
একলা সামুদ্রিক প্রবল ঝড়ে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...