চির আবেদন
........ ঋষি
===================================
আসবি তো
আর তারপর অনেকগুলো বছর জোনাকি ধরা।
চলন্তিকা এই অন্ধকার দেশটা আলোতে আসতে ডরায়
আর তাই পিছোতে পিছোতে আজ রসাতলে।
এখানে আসতে ক্ষতি নেই
কিন্তু তারপর অসংখ্য জোনাকির নেভা জ্বলা।
বছরটা শেষ হলে আর কিছুদিন
সেই আগামীর মতো কোনো স্বপ্ন বুকে নিজের সিলেবাসে।
প্রতিটা সময় যেমন ,নিজের কাছে স্মরণীয়
ঠিক তেমন স্মৃতিমধুর কিছু যাপন।
এই দেশে ঋতুর মতো সম্পর্ক বদলায়
বদলায় হাতে লেগে থাকা সময়ের আধুনিকতা।
কিন্তু আমি জানি বদলাবি না তুই
আসবি ঠিক
যেমন আসিস বারংবার দিনে রাতে কবিতার পাতায়।
আসবি তো
কিন্তু তারপর সামনে জমে থাকা মুখের মিছিল।
প্রতিবাদ এই দেশে জমে থাকে বুকের কান্নায়
কিংবা লুকিয়ে থাকে মানুষের মনে বিভীষিকার মতো।
কিছু বদলায় না
শুধু বদলায় জোনাকির আনাগোনায় চির আবেদন।
........ ঋষি
===================================
আসবি তো
আর তারপর অনেকগুলো বছর জোনাকি ধরা।
চলন্তিকা এই অন্ধকার দেশটা আলোতে আসতে ডরায়
আর তাই পিছোতে পিছোতে আজ রসাতলে।
এখানে আসতে ক্ষতি নেই
কিন্তু তারপর অসংখ্য জোনাকির নেভা জ্বলা।
বছরটা শেষ হলে আর কিছুদিন
সেই আগামীর মতো কোনো স্বপ্ন বুকে নিজের সিলেবাসে।
প্রতিটা সময় যেমন ,নিজের কাছে স্মরণীয়
ঠিক তেমন স্মৃতিমধুর কিছু যাপন।
এই দেশে ঋতুর মতো সম্পর্ক বদলায়
বদলায় হাতে লেগে থাকা সময়ের আধুনিকতা।
কিন্তু আমি জানি বদলাবি না তুই
আসবি ঠিক
যেমন আসিস বারংবার দিনে রাতে কবিতার পাতায়।
আসবি তো
কিন্তু তারপর সামনে জমে থাকা মুখের মিছিল।
প্রতিবাদ এই দেশে জমে থাকে বুকের কান্নায়
কিংবা লুকিয়ে থাকে মানুষের মনে বিভীষিকার মতো।
কিছু বদলায় না
শুধু বদলায় জোনাকির আনাগোনায় চির আবেদন।