আমাকে চিনলে
........ ঋষি
=========================================
আমি মেয়েটিকে বললাম
তোমার চোখে আমার হৃদয় ধরা আছে ।
মেয়েটি বললো ভুল দেখলে
এই হৃদয় তোমার নয় , এই হৃদয় চাহিদার সমাজের
, সময়ের ,দেশের ।
আমি বললাম কেন ?
মেয়েটা বললো আজকাল খুব সস্তায় সব কিছু চাহিদাবদল
হয় ।
আমি হাসলাম
মেয়েটাকে বললাম তোমার রূপে আমি মুগ্ধ ।
মেয়েটা মিষ্টি হেসে আমাকে এড়িয়ে পা বাড়ালো
সময়ের দিকে
আমি চলেছি পাশে ।
প্রশ্ন করলাম কিছু বোলো
মেয়েটি বললো তোমার মুগ্ধতা আমার রূপে নয়, তোমার চাহিদায় ।
অদ্ভুত এক প্রশ্ন করলো আমাকে
কি চাও আমার কাছে ?
আমি তখন মেয়েটার চুলের গন্ধে ,শরীরে ভাঁজে অন্তহীন
আমার চাহিদায় কেমন এক বুনো গন্ধ ।
আরো কিছুটা পথ এগিয়ে গেলাম আমরা
মেয়েটা হঠাৎ একটা অন্ধকার গলির মধ্যে ঢুকে
গেলো ।
মেয়েটা যাওয়ার আগে শেষ বারের মতো বললো যাওয়ার
আগে
আমাকে চিনলে ?
এই গলিটা অন্ধকার সমাজের চাহিদার নাম
আর মেয়েটা একটা আস্ত শরীর ।
No comments:
Post a Comment