তুমি আসবে তাই
..... ঋষি
===================================================
জন্মের এর পর তোমাকে অনেক খুঁজেছি
নগর ,রাষ্ট্র ,বন্দর ,বাজার ,জানোয়ারের ধর্ষণের অধিকারে ।
গল্প ,কবিতায় ,চটির দর্শনে,আরো কতভাবে
উপভোগ করেছি পাশের বাড়ির সদ্য বিবাহিত নারী শরীরকে ।
চেটেপুটে যে গঙ্গায় আমরা
ঠাকুর বিসর্জন দি
সেখানে ফেলে এসেছি বীর্যের শেষ ফোঁটা
।
তবু খোঁজ শেষ হয় নি
বারংবার পথে ঘাটে,বিছানা ,বালিশে ,হোটেলের কেবিনে
এক খাবলে সরিয়ে ফেলেছি তোমার বুকের আবরণ ।
তোমার নিমাঙ্গে ঢুকিয়ে দিয়েছি লোহার দরজা
তবু শান্তি হয় নি ।
সদ্য জন্মানো শিশুর থেকে মৃত্যু মুখী নারী
শরীর কিছুই ছাড়ি নি
তবু শান্তি পাই নি ।
জন্মের পর অনেক খুঁজেছি
মিছিলে,ব্যারিকেড ভাঙার সময় ,বাসের হাতলে ,অফিসের ঘরে ।
সেই ছেলেটি আজও অপেক্ষা করে তুমি আসবে তাই
যে কি না চোখ বন্ধ করলে দেখে
মায়ের ফুঁপিয়ে কান্না আর ছেঁড়া জামার ফাকে
নখে আঁচড়ানো স্তন।
ও বিশ্বাস করে তুমি আসবে
সব কটা জানোয়ারকে গুলি করে মারবে।
সেই মেয়েটা আজ অপেক্ষা করে তুমি আসবে
তোমার কাছে ন্যাংটো হয়ে দেখাবে থেতলে যাওয়া
যোনি
আর দাঁতের কামড়ে কালসিটে স্তন ।
তুমি পারবে না প্রতিকার করতে ?
জন্মের এর পর তোমাকে অনেক খুঁজেছি
নগর ,রাষ্ট্র ,বন্দর ,বাজার ,জানোয়ারের ধর্ষণের অধিকারে ।
No comments:
Post a Comment