Saturday, July 16, 2016

আগুনপাখি

আগুনপাখি
............. ঋষি
=================================================
একটা অবিকল চিৎকার শোনা যায় নিজের ভিতর
নিজের গলাকে চেনাটা একটা শোক।
নিজের জন্ম দত্তক হৃৎপিন্ডটা
খুঁজে চলে সবুজ বসন্ত।
অথচ বসন্ত চলে যায় ঋতুবাহী নিজস্ব ভূমিকায়
তবু ধুকপুক চলতে থাকে।

সামনে পরে থাকা পথ
কোনো আগুন পাখি ছুটে এসে বুক দিয়ে ডাকে।
পুড়ে যায় নিজের ভিতর বেঁচে থাকার রূপ
ছড়ানো ছেটানো সম্পর্ক্যের মানে পুড়তে থাকে।
পুড়তে থাকে রক্তের  স্রোতের ভিতরে রূপ ,যৌবন আর অনেক না বলা
নিজের ভিতর বাস করে নির্জন দুপুর।
আর কিছু আধ পোড়া কাঠ
ক্রমশ সমসাময়িক জীবিত ভাবনারা বাতাসে মড়া চামড়ার গন্ধ।
প্রেতের মতো ,কীটের মতো ,জোনাকির মতো
অন্ধকারে জ্বলতে থাকে আকণ্ঠ তৃষ্ণা।

একটা অবিকল চিৎকার শোনা যায় নিজের ভিতর
ভাবনাদের আগুনে ফুলকি মেপে মেপে।
জন্ম দত্তক হৃৎপিণ্ড ,চেনা ধুকপুক
বেঁচে আছি।
অথচ বসন্ত চলে যায় চেনা ঋতুবাহী ভূমিকায়
কিন্তু ফিরে আসতে চায় বেঁচে থাকা বারংবার।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...