Thursday, July 28, 2016

সময়ের সাথে

সময়ের সাথে
................ ঋষি
===========================================
সময়ের সাথে ফুরিয়ে যায়
তবে শেষ হওয়া হয় না।
শরীর  ,মন সব রইলো পাশে
শুধু জানলা খোলা হয় না।
তাই তো আকাশে নীল মেঘ নীলের সাথে
কেমন শূন্য  লেগে থাকে।

ভালোবাসা অনেকটা স্যাকারিনের মতো
জলে ভেজালে গুলে  যায়।
কিন্তু পুরো মিশে এক হয়ে  যায় না
মিষ্টতা ফুরোতে ফুরোতে কেমন একটা তেতো হয়ে যায়।  
তখন রইলো খোলা জানলা
রইলো পরে ভিজে ভাব ,ভিজে সব অনুভব।
আবার বৃষ্টিতে ভিজতে  ইচ্ছে হয়
অথচ  বৃষ্টি দেখা যায় কিন্তু বৃষ্টিতে ভেজা যায় না।

সময়ের সাথে ফুরিয়ে যায়
সে প্রেম বলো ,ভালোবাসা বলো  ,,সবটাই হৃদয়।
আকাশের ওপর হাঁটা
বিশ্বাসে বেঁচে থাকা ,,,শুধু বাঁচা সেটাই জীবন।
বাকিটুকু স্বপ্নে দেখা ভিজে নোনতা ভাব
চোখের কোনে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...