বৌ ঠাকুরুন
................ ঋষি
========================================================
চশমার কাঁচে লেগে আছে উপচে পড়া সত্যগুলো
সবতো আর মনের মতো হয় না।
রবিঠাকুরের প্রেমে উতলা কোনো দুপুরের কবিতায়
বৌঠাকুরুন বারংবার কাছে চায় প্রিয় রবিকে ।
না এমন তো আর এই সময়ে হয় না
রবিবাবু মারা গেছেন সময় পেরিয়ে আরো গভীর প্রেমে।
কিছুই বলিস না তুই
শুধু বৃষ্টি দিনে জানলার আরশিতে ঠোঁট রেখে মাপতে থাকিস উষ্ণতা।
কিংবা তোর সেই প্রিয় সাওয়ারের তলায়
নিজেকে ভিজিয়ে ভাবিস ছুঁয়ে গেলো স্নেহ হয়তো বা আদর।
কিছুই সত্যি নয়
তোর দুপুরের উপুড় হয়ে খোলা বয়ে গোগ্রাসে গেলা নায়ক ,নায়িকা।
জানিসতো নিভে যায় বাতি
প্রতি রাত্রে অন্ধকার সিলিঙে আলো খোঁজা একটা রোগ।
ঠিক তোর মতো নিজেকে খোঁজা
গভীরে শুয়ে থাকা সেই ছোট বৌঠান।
চশমার কাঁচে লেগে আছে উপচে পড়া সত্যগুলো
বোবা ঠোঁট জানে না বলা ঠোঁটে মানে।
ছুঁয়ে থাকা নোনতা ভাব পরে থাকা বেলা সারাদিন
দিন কাটে রাত কাটে তাই।
তবু রবিঠাকুর তুমি জন্ম নিও আবার
আমি তোমার বৌ ঠাকুরুন।
................ ঋষি
========================================================
চশমার কাঁচে লেগে আছে উপচে পড়া সত্যগুলো
সবতো আর মনের মতো হয় না।
রবিঠাকুরের প্রেমে উতলা কোনো দুপুরের কবিতায়
বৌঠাকুরুন বারংবার কাছে চায় প্রিয় রবিকে ।
না এমন তো আর এই সময়ে হয় না
রবিবাবু মারা গেছেন সময় পেরিয়ে আরো গভীর প্রেমে।
কিছুই বলিস না তুই
শুধু বৃষ্টি দিনে জানলার আরশিতে ঠোঁট রেখে মাপতে থাকিস উষ্ণতা।
কিংবা তোর সেই প্রিয় সাওয়ারের তলায়
নিজেকে ভিজিয়ে ভাবিস ছুঁয়ে গেলো স্নেহ হয়তো বা আদর।
কিছুই সত্যি নয়
তোর দুপুরের উপুড় হয়ে খোলা বয়ে গোগ্রাসে গেলা নায়ক ,নায়িকা।
জানিসতো নিভে যায় বাতি
প্রতি রাত্রে অন্ধকার সিলিঙে আলো খোঁজা একটা রোগ।
ঠিক তোর মতো নিজেকে খোঁজা
গভীরে শুয়ে থাকা সেই ছোট বৌঠান।
চশমার কাঁচে লেগে আছে উপচে পড়া সত্যগুলো
বোবা ঠোঁট জানে না বলা ঠোঁটে মানে।
ছুঁয়ে থাকা নোনতা ভাব পরে থাকা বেলা সারাদিন
দিন কাটে রাত কাটে তাই।
তবু রবিঠাকুর তুমি জন্ম নিও আবার
আমি তোমার বৌ ঠাকুরুন।
No comments:
Post a Comment