পাহাড়ি আদর
............ ঋষি
=====================================================
পাহাড়ি আদর সে যেন কেন সবুজ বাঁচা
সামনে বয়ে চলা তিরতিরে তিস্তা ঘুমিয়ে আছে বাচ্চা মেয়ের মতো।
জানেন মশাই বর্ষায় এই তিস্তা গর্ভবতী হয়ে
এই পাহাড় উপত্যকায় জন্ম দেয় অসংখ্য ঝর্ণা।
অসংখ্য খুচরো নাম না জানা নদী
অন্ধকার হচ্ছে চলুন ফিরি আবার হোটেলে।
মশাই ওই যে ওইখানে আপনি দাঁড়িয়ে ছিলেন
জানেন ওটা সুইসাইড পয়েন্ট।
কি ভয় করছে ? অদ্ভুত ভাবে তাকিয়ে আমি ওই পাহাড়ি টিলার দিকে
এই পাহাড়েও মৃত্যু স্পর্শ করে ?
হৃদয়ের চারিপাশে তখন ক্রমশ সবুজগুলো কেন যে হারিয়ে যাচ্ছিল ডার্করুমে
একের পর এক নেগেটিভ চোখের লেন্সে।
গা ছমছমে ভয়
এগিয়ে চলেছি হোটেলের দিকে।
সবুজকে আমার চিরকাল জীবন মনে হতে
আজ প্রথমবার মৃত্যুর স্পর্শ টের পেলাম।
পাহাড়ি আদর তখন ঢলে পড়েছে পাহাড়ি কুয়াশায়
সামনে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ভাঁড়ে চুমুক দিলাম।
মশাই শুনছেন
ওই যে শুনতে পারছেন এক অদ্ভুত শব্দ।
ঠিক শুনেছে বরফ পড়ছে পাহাড়ের সাদা কাগজে লেখা আমার স্মৃতি থেকে
এই কবিতা পাহাড়ি আদরের কোনো মৃত্যুবৃত্তান্ত।
............ ঋষি
=====================================================
পাহাড়ি আদর সে যেন কেন সবুজ বাঁচা
সামনে বয়ে চলা তিরতিরে তিস্তা ঘুমিয়ে আছে বাচ্চা মেয়ের মতো।
জানেন মশাই বর্ষায় এই তিস্তা গর্ভবতী হয়ে
এই পাহাড় উপত্যকায় জন্ম দেয় অসংখ্য ঝর্ণা।
অসংখ্য খুচরো নাম না জানা নদী
অন্ধকার হচ্ছে চলুন ফিরি আবার হোটেলে।
মশাই ওই যে ওইখানে আপনি দাঁড়িয়ে ছিলেন
জানেন ওটা সুইসাইড পয়েন্ট।
কি ভয় করছে ? অদ্ভুত ভাবে তাকিয়ে আমি ওই পাহাড়ি টিলার দিকে
এই পাহাড়েও মৃত্যু স্পর্শ করে ?
হৃদয়ের চারিপাশে তখন ক্রমশ সবুজগুলো কেন যে হারিয়ে যাচ্ছিল ডার্করুমে
একের পর এক নেগেটিভ চোখের লেন্সে।
গা ছমছমে ভয়
এগিয়ে চলেছি হোটেলের দিকে।
সবুজকে আমার চিরকাল জীবন মনে হতে
আজ প্রথমবার মৃত্যুর স্পর্শ টের পেলাম।
পাহাড়ি আদর তখন ঢলে পড়েছে পাহাড়ি কুয়াশায়
সামনে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ভাঁড়ে চুমুক দিলাম।
মশাই শুনছেন
ওই যে শুনতে পারছেন এক অদ্ভুত শব্দ।
ঠিক শুনেছে বরফ পড়ছে পাহাড়ের সাদা কাগজে লেখা আমার স্মৃতি থেকে
এই কবিতা পাহাড়ি আদরের কোনো মৃত্যুবৃত্তান্ত।
No comments:
Post a Comment