একটা নদী
.................... ঋষি
================================================
একটা নদী স্বপ্নে আসে
ঠিক তোর মতো ছুঁয়ে চলা অসংখ্য ব্যস্ত জনপদ আর চঞ্চলতা।
উপচে ওঠা নদীর পাড়ে
কখনো ভেসে যায় প্রেম ,কখনো অভিমান ,কখনো বেঁচে থাকা।
তোর জীবনে কতকিছু না বলা
বাকি থেকে যায়।
শুধু বাঁচতে থাকিস তুই
বড্ড ব্যস্ত থাকিস আজকাল ,তোর চলার পথ আর জীবন।
আমি কোনো যদি কূলে একলা দাঁড়িয়ে
তোর চলে যাওয়া দেখি।
আবারও কখনো ফিরে আসা ফুঁসতে থাকা বর্ষার মেঘে
শুধু একলা থাকিস তুই।
আমি জানি এই জীবনে পথ চলা পথ একলা সকলে
তবু কষ্ট হয় জানিস
যখন ভাবি তুই তো শেষ অবধি সাগরেই যাস।
একটা নদী স্বপ্নে আসে
নদীর মিষ্টি জল ,নদীর গর্বিত বুক ,নদীর পাড়ে চাষের জমি।
জানি খুব বেশি চাওয়া তোর কাছে
তবু ছুঁয়ে থাকিস তোর একলা চলা পথে ,কোনো গ্রামের বাঁকে।
আমি কোনো বাজা জমি
একবার ভালোবেসে জীবিত হতে চাই ,সাথে থাকিস।
.................... ঋষি
================================================
একটা নদী স্বপ্নে আসে
ঠিক তোর মতো ছুঁয়ে চলা অসংখ্য ব্যস্ত জনপদ আর চঞ্চলতা।
উপচে ওঠা নদীর পাড়ে
কখনো ভেসে যায় প্রেম ,কখনো অভিমান ,কখনো বেঁচে থাকা।
তোর জীবনে কতকিছু না বলা
বাকি থেকে যায়।
শুধু বাঁচতে থাকিস তুই
বড্ড ব্যস্ত থাকিস আজকাল ,তোর চলার পথ আর জীবন।
আমি কোনো যদি কূলে একলা দাঁড়িয়ে
তোর চলে যাওয়া দেখি।
আবারও কখনো ফিরে আসা ফুঁসতে থাকা বর্ষার মেঘে
শুধু একলা থাকিস তুই।
আমি জানি এই জীবনে পথ চলা পথ একলা সকলে
তবু কষ্ট হয় জানিস
যখন ভাবি তুই তো শেষ অবধি সাগরেই যাস।
একটা নদী স্বপ্নে আসে
নদীর মিষ্টি জল ,নদীর গর্বিত বুক ,নদীর পাড়ে চাষের জমি।
জানি খুব বেশি চাওয়া তোর কাছে
তবু ছুঁয়ে থাকিস তোর একলা চলা পথে ,কোনো গ্রামের বাঁকে।
আমি কোনো বাজা জমি
একবার ভালোবেসে জীবিত হতে চাই ,সাথে থাকিস।
No comments:
Post a Comment